মুরাদনগরে কর্মহীন ও হতদরিদ্রের মাঝে ছাত্রলীগের নেতার সবজি বিতরণ

কুমিল্লা

 

করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিন।
শনিবার উপজেলার বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র প্রায় ৮০টি পরিবারের
মাঝে বিনামূল্যে বিভিন্ন রকমের সবজি বিতরণ করেন।

বিতরনকৃত সবজির মধ্যে বেগুন, টমেটো, ডাটা, পুইশাঁক, আলুসহ বিভিন্ন ধরনের শাক-সবজি রয়েছে।এ ব্যাপারে সফিক তুহিন বলেন, মুরাদনগরের মাটির ও মানুষের নেতা সংসদ সদস্য আলহাজ্ব ইফসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা মানুষের পাশে
দাড়িয়েছি।

আজকে নিজস্ব অর্থায়নে ৭০ থেকে ৮০ টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে বিভিন্নধরনের সবজি দিয়ে সহায়তা করেছি। মহামারি এই করোনা ভাইরাসের সময় সকলকে দরিদ্র ও কর্মহীনদেন পাশে দাড়ানোর আহবানকরছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সদস্য মাইনউদ্দীন তুষার,
রিয়াদুল হাসান, বদিউল আলম কলেজ ছাত্রলীগ নেতা আশিক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা
আসিফ খান, ইব্রাহিম হোসেন, ইউসুফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.