মুখলেছ ভাইয়ের মতো সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে দাঁড়ান, মেজর মোহাম্মদ আলী (অব.)।

দাউদকান্দি উপজেলা

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন,এই মুহুর্তে জাতি এক কঠিন সংকটময় অবস্থায় আছে। করোনার প্রভাবে দিনমুজুর ও শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পরেছে। প্রবাসী মুখলেছ ভাইয়ের মতো সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে দাঁড়ান। মানবিক ভাবনায় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসা জরুরী।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের কৃতিসন্তান মালদ্বীপস্থ ইয়েস বাংলার সভাপতি মোখলেছ আখন্দের নিজস্ব অর্থায়নে গ্রামের ২০০ শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণীতে প্রধান অতিথি বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এ কথা বলেন।
এ সময় সাথে ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা মো. সোহেল রানা,বাংলাদেশ ট্যুরিজম স্পেশাল প্রোগ্রামার আব্দুল হালীম সরকার,
মালদ্বীপ প্রবাসি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *