নিজস্ব প্রতিনিধি শহীদুজ্জামান রনিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওর খোলা ইউনিয়নের, বৈদ্যনাথপুর, সিএনজি স্ট্যান্ড এর সামনেই একটা দেয়ালে, মানবতার দেয়াল নামে একটা ব্যানার, টাঙ্গিয়ে এখানে লেখা আছে “দিতে গর্ব নাই” নিতে লজ্জা নাই” আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, নিচে কিছু কাপড় রাখা আছে, আপনি শীতার্তদের উপকার করতে চাইলে এখানেই করতে পারেন, আপনার পুরনো কাপড় গুলা এখানে রেখে দিয়ে যান, অনেক লোক আছে যারা কিনতে পারে না, তারা এখান থেকে নিয়ে যাবে।
এই কাজটির পরিকল্পনায়, শরীফ হোসেন, সহযোগিতায় বৈদ্যনাথপুর যুবসমাজ, সৌজন্যে বৈদ্যনাথপুর গ্রামবাসী, এই কাজটি দেখে যদি সবাই এরকম উদ্যোগ নেয় তাহলে হয়তো অসহায় দুস্থ মানুষের অনেক উপকার হবে, ধন্যবাদ সবাইকে।