মানবিক সেবায় দাউদকান্দি উপজেলা জাগো হিন্দু পরিষদ।

দাউদকান্দি উপজেলা

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ওবন্ধু।
এমন-ই একটি সংগঠন দাউদকান্দি উপজেলা শাখা জাগো হিন্দু পরিষদ, অধিকারের কথা বলে। সেই জাগো হিন্দু পরিষদ এর একঝাঁক তরুণ সাধারণ অসহায় মানুষের বিপদের সাথী হয়ে সবসময় পাশে দাড়িয়েছেন।

৪ আগষ্ট রবিবার রাতে দাড়িয়েছেন দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামের কন্যাদান মায়ের পাশে। একটু আর্থিক সহযোগিতা, সহানুভূতি হাঁসি যোগীয়েছেন অসহায় মায়ের মুখে।

এ সময় উপস্থিতি ছিলেন, দাউদকান্দি উপজেলা জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ বণিক , সাংগঠনিক সম্পাদক তুষার ঘোষ,সিনিয়র সদস্য রাজীব ঘোষ, সুব্রত বনিক,চন্দন দাস, সজীব ঘোষ, নয়ন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.