কৃষিই কৃষ্টি কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাতিল-৩ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি- চাপিতলা গ্রামে রাজস্ব খাতের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও মুরাদনগর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস পালিত হয়। উর্ধ্বাতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কুমিল্লা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাকিব, কৃষিবিদ কাজী তাহমিনা আক্তার, কৃষিবিদ অর্পিতা সেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন সরকারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ কবির হোসেন, আয়েশা আক্তার, সুফি আহমেদ, কৃষক মোঃ মোতালিব হোসেন, আবু হানিফসহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিনাতিল-৩, বারী মসুরী-৭, বারী খেসারী -১ এর প্রদর্শনী ও এর গুনগত মান নিয়ে আলোচনা করেন।