বালাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের দণ্ড।

সিলেট সিলেট বিভাগ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত রাখতে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বালাগঞ্জ উপজেলা সদরে পৃথকভাবে এ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে জরিমানা করা হযেছে ৫হাজার ৭শ টাকা । বালাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পৃথক আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ ম-ল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৫হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী করে পৃথক ৩০টি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ জানিয়েছেন, অভিযানকালে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, অটোরিক্সা (সিএনজি)সহ বিভিন্ন পরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *