ঘন কুয়াশা। কয়দিন তো সূর্যের দেখাই মেলেনি। দিনের বেলায় মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। অর্থাৎ কনকনে শীতে কাঁপছে পুরো দেশ। এই অবস্থায় সবচেয়ে কষ্টে রয়েছেন পথে থাকা গরীব মানুষেরা। এরই মধ্যে মাঝরাতে সুবিধাবঞ্চিন ও যৌনকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।
কম্বল বিতরণের সময় নুসরাতকে দেখা যায়, বাচ্চাদের কম্বল মুড়ে দিয়ে তিনি জড়িয়ে ধরছেন। ফুটপাতবাসীদের দেওয়া সেই কম্বল বিতরণ মুহূর্তে তার স্বামী নিখিল জৈনকেও দেখা যায়।
সেই ভিডিও ইন্টস্টাগ্রামে আপলোড করে নুসরাত লিখলেন, ‘প্রত্যেক উৎসবই আনন্দ, খুশি নিয়ে আসে। এই খুশি ও আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত।’
প্রসঙ্গত, ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। কখনও উৎসবের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তো, আবার কখনও বা দীপাবলি উপলক্ষে দুর্গতদের বস্ত্র বিলি করেছেন। তৃণমূলের তারকা সাংসদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে বিয়ে করেছেন হিন্দু প্রেমিককে। সিঁদুর পরেছেন। লোকসভায় গিয়ে স্পিকারের পায়ে হাত দিয়ে প্রমাণ করেছেন। স্টারডমের বাইরে গিয়ে মিশে গিয়েছেন বসিরহাটের মানুষদের সঙ্গে।