মহানবমীতে মণ্ডপে মণ্ডপে আরাধনা

বাংলাদেশ

আজ মহানবমী। সোমবার (৭ অক্টোবর) যজ্ঞ অঞ্জলি আর ফুল নৈবদ্যে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। পাপ ক্ষমা করে আশীর্বাদ প্রাপ্তির আশায় দুর্গার কাছে প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির সাথে করছেন সারাবিশ্বের মঙ্গল কামনা।

অসুরের বিনাশের মধ্য দিয়ে অন্যায় দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন দুর্গতিনাশিনী। পাপীদের দমন আর ভক্তদের পালন যিনি করে থাকেন তিনি দেবী দুর্গা।

মহানবমীর শুভলগ্নে ফুল বেলপাতার ষোড়শ উপচার ভর্তি ডালায় বরণ করা হয় সিংহবাহিনীকে। চণ্ডীপাঠের মধ্য দিয়ে উঠে আসে চিরায়ত সত্য ও সুন্দরের সুর।

বিহিত পূজার পর ধুনচি আর শঙ্খে করা হয় মঙ্গল আরোতি। যজ্ঞের আগুনে নিবেদন করা হয় ১০৮টি পদ্ম, আর বেলপাতা। এরপর দেবীচরণে অঞ্জলি দেন ভক্তরা।

দশমীর বিজয়া তিথিতে সম্পন্ন হবে দেবী বিসর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *