আজ ১২ ই জুন শুক্রবার সকাল দশটার সময় গোপালপুর গ্রামের এরি,এমি ভিলার নিচ তলায় ফাউন্ডেশনের অফিসে আবদুল হামিদ আখন চেয়ারম্যান ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন, তারই সুযোগ্য সন্তান জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেন আখন।
তিনি বলেন আমার বাবা ছিলো বৃহত্তর নারান্দিয়া ইউনিয়নের একজন সুনামধন্য সফল চেয়ারম্যান,
তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকতেন ও সব সময় খোঁজ খবর নিতেন। বাবার আর্দশে অনুপ্রাণিত হয়ে এই ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছি
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদ হোসেন আখন আরো বলেন আমার বাপ চাচাদের নামে একটি লাইব্রেরী করে দিবো যাতে করে সমাজের যুবকেরা অবসর সময়ে বই ও পেপার পড়ে সময় কাটাতে পারে ও সাধারণ জ্ঞান অর্জন করতে পারে।
লাইব্রেরীটির নাম হবে, নাজিম,হাফিজ, হামিদ, সিরাজ পাবলিক লাইব্রেরী।
এরি,এমি, ভিলায় মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্ক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইমুল আখন, মোহাম্মদ মনির আখন,সাবেক মেম্বার মরম আলী,দানিছ ভূইয়া, মোহাম্মদ সেরাজুল ইসলাম, হাজ্বী মিন্নত আলী, আবুল খায়ের মাষ্টার, কাশেম মাষ্টার সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।