নির্ধারিত সময়ে বিপিএল শুরু করার বিষয়ে আবারো দৃঢ়তার কথা জানালো বিসিবি। পেছানোর শঙ্কা বার বার সামনে আসলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ৬ ডিসেম্বরই বসবে এবারের আসর। সোমবার (০৭ অক্টোবর) বিপিএল গভর্নিং কমিটির সদস্য জালাল ইউনুস সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, যে শিডিউল দেয়া আছে সে অনুযায়ী ৬ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। এর জন্য ক্রিকেট বোর্ডের কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে সিইও আছে, তার আমাদের বাকি ম্যানেজারদের নিয়ে কাজগুরো করার কথা। কাগজপত্রের যে কাজগুলো করার কথা তা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
এছাড়া স্পন্সরদের সঙ্গেও দ্রুতই আলোচনায় বসা হবে বলে জানান তিনি। জালাল ইউনুস বলেন, শীঘ্রই আমরা যে টিমগুলোর স্পন্সর বা পার্টনার নেয়ার কথা হয়েছে তাদের সাথে বসবো।