গোপালগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি’র আন্দোলনে মরাগাঙ্গে জোয়ার আসবে না। তারা এখন বিদেশিদের কাছে নালিশ করতে শিখেছে। বিএনপি এখন নালিশ পার্টি। বিদেশিদের কাছে নালিশ করে কোন ফল হবে না। আজ বুধবার কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, মন্ত্রী আরও বলেন মুজিব বর্ষে সম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে হবে। আমরা কোন অপশক্তিকে এই বাংলার মাটিতে ক্ষমতায় দেখতে চাইনা।
তারা আর কোনদিন ক্ষমতায় বসতে পারবে না। বিএনপি এখন আন্দোলনেও হারে নির্বাচনেও হারে, সব কিছুতে হেরে গিয়ে তারা এখন আবল-তাবল বলছে। তিনি আরও বলেন- আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামীলীগের নেতা হবে দুঃসময়ের নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, মীর্জা আজম এমপি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মেয়র কামাল হোসেন শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির। এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ এর নাম ঘোষণা করেন।