বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা তথ্য কর্মকর্তা আশরাফুন্নাহার, ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আকন্দ, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ সরকার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা’র সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।