মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলায় চলতি বছর ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল পরীক্ষায় ১হাজার ৬শ ৬৯জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে এসএসসি পরীক্ষা দেবে ১হাজার ৪শ ৫৪ জন এবং দাখিল পরীক্ষায় অংশ নিবে ২শ ১৫জন পরীক্ষার্থী।
বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি মূল কেন্দ্রের পাশাপাশি আরও ২টি পৃথক ভেন্যুতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ এবং তিলকচানপুর ইসলামিয়া আলিম মাদরাসা। এছাড়া গুলোগুলো হচ্ছে বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি।
এদিকে এস.এস.সি ও দাখিল পরীক্ষাকে সামনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ ব্যাপারে আলাপকালে জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।