বালাগঞ্জ উপজেলার মোরারবাজার বণিক সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরারবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. মজনু মিয়া। সভায় বণিক সমবায় সমিতির গঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সুরুজ আলী, নাজমুল আলম চেয়ারম্যান এবং জেলা পরিষদ সদস্য লোকন মিয়া। গঠিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি মো. হারিছ আলী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, কোষাধ্যক্ষ আব্দুল রকিব, সাংগঠনিক সম্পাদক রকিব মিয়া, প্রচার সম্পাদক নাছির আলী। সদস্যরা হলেন, জাফর আহমদ মিন্টু, ফয়জুর রহমান লিটন, নাজিম উদ্দিন, বশির মিয়া, আকতার আহমদ, সাহেদ আহমদ, আব্দুল কবির, আক্তার হোসাইন।