নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এদেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন, ১৯৭১ সালে এ সংগঠনের অনুরোধ ও দাবির প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অধ্যাদেশের মাধ্যমে ৩৭৬৭২টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকগণকে সরকারি চাকরির মর্যাদা প্রদান করেন। ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৬১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করেন, এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে ০৯ মার্চ ২০১৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও সহকারি শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নতি করেন। এবং পরবর্তীতে সহকারি শিক্ষকের বেতন আরো বৃদ্ধি করা হবে আশ্বাস প্রদান করেন। গত জাতীয় নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৈষম্য নিরসন করার উল্লেখ ছিল সারাদেশে ভয়েস কলের মাধ্যমে নির্বাচনী সময় শিক্ষকদের আশ্বস্ত করা হয় কিন্তু প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার দশম গ্রেড এবং সহকারি শিক্ষকের বেতন গ্রেড বৃদ্ধি এখনো বাস্তবায়ন হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান বক্তা জনাব মোঃ মানিক মিয়া মুন্সী সভাপতি বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমিতি মেঘনা কমিল্লা।
জনাব মোঃ শাহ আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
মোঃ আমিরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, হারুন-অর-রশিদ, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোঃ আক্তার হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোসাঃ রেহেনা আক্তার, মোঃ আব্দুল আলিম, মোঃ আল-আমিন মুন্সী, মোঃআলমগীর হোসেন, মোঃ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আমান উল্লাহ, মোয়াজ্জেম হোসাইন, আব্দুল মান্নান, মোঃ আসাদ উল্লাহ্, গিয়াস উদ্দিন, ওমর ফারুক,জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, মোসা: আমেনা বেগম, মোসাঃ বিলকিস আক্তার, মোসাঃ শিমুলি, আইয়ুব আলী, মোঃ সাদেকুর রহমান, মোঃ নাসির উদ্দিন মোল্লা, মোঃ তাজুল ইসলাম, মোঃ মহিউদ্দিন ভূঁইয়া , পারভিন আক্তার, মোঃ আতাউর রহমান, ফেরদৌসী আক্তার, শফিকুল ইসলাম সুমন, মোঃ মুকুল প্রমুখ।