গোপালগঞ্জ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল ১০ টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, আওয়ামী মহিলালীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, নির্মাণ শ্রমিকলীগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্বাচিত অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি ও গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
পুস্পস্তবক অর্পণ শেষে ৭৫ সালে ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুসহ নিহত শহীদদের আত্মার মাফফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে।