দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বৃহস্পতিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু #৩৯;র রুহের মাগফিরাত কামনা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণে তিনি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুহুল আমিন, শেখ লুৎফার রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, সাবেক ছাত্রনেতা শেখ মোজাহিদুর রহমান শিরু, জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের বশার, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বি.এম তৌফিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের পর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপরে তিনি নেতৃবৃন্দদের নিয়ে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে উপজেলা আওয়ামীলীগ কর্তৃৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।