বগুড়ার আদমদীঘি সান্তাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে সান্তাহার পৌর আওয়ামীলীগের উদ্যোগে, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল১০টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম। সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সাবেক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, হুমায়ুন কবির বাদশা, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্জিস আলম রতন, মুক্তিযোদ্ধা আনছার আলীসহ আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেত্ববৃন্দরা এবং সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে পাঁচ শতাধীক শ্রমজীবি মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।