চাঁপাইনবাবগঞ্জে ০৯ জনের করোনা শনাক্ত ।

চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আজ বুধবার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনেই চারগুন বেড়ে গেলে। ফলে এখন এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্যগুলো নিশ্চিত করেন।
এদিকে রাজশাহী বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে। গতকাল পর্যন্ত ছিল ১৫৩ জন। তবে বগুড়া ল্যাবের প্রতিবেদন পাওয়া গেলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বগুড়ার ল্যাবে পরীক্ষা হচ্ছে এই অঞ্চলের করোনার হটজনে পরিণত হওয়া নওগাঁ, জয়পুরহাটের রোগীদের নমুনা পরীক্ষা। এছাড়াও বগুড়া সিরাজগঞ্জের নমুনাও পরীক্ষা হচ্ছে বগুড়াতে। এই চারটি জেলার মধ্যে এখন পর্যন্ত সিরাজগঞ্জ বাদে অন্য তিনটি জেলায় রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগী পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *