ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেলের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে এক কৃষকের মৃত্য হয়েছে। শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া কৃষকের নাম হোসেন বেপারী (৫১)। তিনি সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরেশ উল্লা বেপারীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নর্থচ্যানেল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলালউদ্দিন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে সাপে কামড়ায়। কামড়ের ধরণ দেখে আমরা বুঝতে পারি, এটি রাসেল ভাইপারের কামড়। দ্রুত তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই শুক্রবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।’ এছাড়া পাশের ডিক্রিরচর ইউনিয়নে আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার দুদিনে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে মারে গ্রামবাসী। সূত্র: ইত্তেফাক