দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া গ্রামে হাজী জুনাব আলী সরকারের বাড়িতে শিশু কিশোর সংগঠনের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ জামিন বাবু’র সহধর্মিণী বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও সমাজ সেবক ছালমা ইউসুফ পারুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দাউদকান্দি বণিক সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল লাভলী আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল নূরুনাহার, কাউন্সিলর মোঃ সালাউদ্দিন আহম্মেদ এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলের শুভেচছায় সিক্ত করেন। শিশু কিশোর সংগঠনের সভাপতি মোস্তফা কামাল ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য পলু নাগ, শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী একতা সংঘ মন্দির পাড়া কমিটির সভাপতি অমরিত নাগ, মোঃ মোহন সরকার,মোঃ মিজান আহমেদ, দুলাল সরকারসহ আরও অনেক।