নেত্রকোনায়h শ্বশরবাড়ির পাশ্ববর্তী জঙ্গল থেকে উজ্জল চৌধুরী (৪৫) নামের এক স্কুল শিক্ষককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে স্ত্রী ও শাশুড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার কোনাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এর আগে, সকালে উজ্জল চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আটকরা হলেন- উজ্জল চৌধুরী স্ত্রী মনি আক্তার (৩৫), শাশুড়ি ললিতা আক্তার (৫৫), সমন্ধী আরিফ (৪০) ও রাজিব (৩৮)।
নিহত উজ্জল চৌধুরী একই জেলার মদন উপজেলার গোবিশ্রী গ্রামের কেনু চৌধুরীর ছেলে। তিনি গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ছিলেন।
নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, নিহতের শ্বশুরবাড়ি এলাকার জঙ্গলে তার মরদেহটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের গলায় আঘাতে চিহ্ন ও মাফলার পেছানো রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার কারন এখনো জানতে পারেনি পুলিশ।