ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ মে) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। তার আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজ উদ দৌলাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওসি মোহাম্মদ শাহ আলম এই তথ্য জানান। মোহাম্মদ শাহ আলম জানান, শ্লীলতাহানির ঘটনায় ২৭ মার্চ নুসরাত মা মামলা করেন। ওই মামলায় সোনাগাজী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়। এর আগে রিমান্ডকালে নুসরাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন সিরাজ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।