নার্স হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ

নার্স হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নার্সকে দলবেঁধে ধর্ষণের পর হত্যায় জড়িতদের বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও জেলা ছাত্র ফ্রন্ট। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ধর্ষকদের আটক করে জেলেও দিচ্ছে। এরপরও থামছে না ধর্ষণের ঘটনা। এসব ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিলে ধর্ষণের ঘটনা কমে যাবে।

উল্লেখ্য, গত ৬ মে রাতে কটিয়াদি থেকে পিরোজপুর বাসষ্ট্যান্ডে যাওয়ার পথে গজারিয়া বিল পাড় এলাকায় বাসের চালক ও হেলপার ওই নার্সের ওপর পাশবিক নির্যাতনের পর হত্যা করে। সূত্রে সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.