নদীর পানি কমায় ভাঙনের শুরু

বাংলাদেশ

রংপুরে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে নদীভাঙন। হুমকির মুখে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড জানায়, এরই মধ্যে জলঢাকা ও গঙ্গাচড়া উপজেলার বেশকিছু এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, বসতঘর ও ফসলি জমি। বালির বস্তা ও বাঁশের পাইলিং ব্যবহার করে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত এলাকায় প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। এদিকে, বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী দু’তিন দিনের ভেতর নতুন করে বন্যার কোন সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *