চাকুরীর প্রলোভন দেখিয়ে রাজধানীতে মাহাবুবা খাতুন নামের এক যুবতীকে ধর্ষণ মামলায় রিহ্যাবের দুই পরিচালকের ফরেনসিক রিপোর্ট পজিটিভ এসেছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত দুইজন হলেন, রিয়েল স্টেট এন্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(রিহ্যাব) এর শাকিল কামাল চৌধুরী ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিতর্কিত আ’লীগনেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।
জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহাবুবা নামের ওই তরুনীকে চাকুরী দিবে বলে রাজধানীর ধানমন্ডির ১৩ নম্বর রোডের, অফিসে আসতে বলে। কথা অনুযায়ী রিহ্যাব অফিসে আসলে রিহ্যাব পরিচালক শাকিল কালাম চৌধুরী ও মহিউদ্দিন শিকদার পালাক্রমে ধর্ষণ করে।
ওইদিন রাতেই তরুনী থানায় অভিযোগ দায়ের করলে দুই ধর্ষণকারীকে আটক করে পুলিশ।
ওই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ধর্ষনের শিকার মাহাবুবাকে পরীক্ষার জন্য মেডিক্যাল করানো হয়। মেডিক্যাল ফরেনসিক রিপোর্টে ধর্ষনের আলামত পজিটিভ আসছে বলে জানাগেছে।