দৈনিক আজকের মেঘনা ও বিজয় ৭১টিভির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসির হোসেন(৩৩) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আজ ০২/০২/২০২০ইং রবিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখের গাও গ্রামে তার বাড়ি।পরিবার সূত্রে জানা যায়, রাতে পেটে ব্যথা অনুভব করলে ভোরে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্যকম্পলেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করালে দুপুর ১২.৩০ দিকে সে মারা যায়। সে দৈনিক আজকের মেঘনা ডটকম সহ বিভিন্ন পত্রিকা, সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে জড়িত ছিলেন। মৃত্যুকালে এক মেয়ে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৈনিক আজকের মেঘনা ও বিজয় ৭১টিভির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।