৬ এপ্রিল ২০২০,শেখের গাঁও পশ্চিম পাড়া(৬নং ওয়ার্ড) এর সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে, শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের সার্বিক সহযোগিতায় শেখের গাঁও গ্রামের ১০০ পরিবারের মধ্যে চাল,ডাল,তেল এবং পেয়াজ বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন শেখের গাঁও পশ্চিম পাড়া (৬নং ওয়ার্ড)এর মেম্বার জনাব ফয়জল মিয়া বিতরণের সময় বলেন আমরা ৬নং ওয়ার্ড বাসী জনগণের পাশে আছি থাকব ইনশাআল্লাহ। তাছাড়া গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ,শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের সভাপতি জনাব রবিউল আউয়াল উপস্থিত ছিলেন। তিনি বলেন যেখানে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারি আকারে ধারন করেছে তা প্রতিরোধ করতে হলে সকলের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে।এছরা নাগরিক ফোরামের সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সিনিয়র সদস্য এবং গ্রামের মুরুব্বিগনের মাধ্যমে বিতরন করা হয়।
অর্থায়নেঃশেখের গাঁও পশ্চিম পাড়া(৬নং ওয়ার্ড) এর শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
বি.দ্র.আপনি সচেতন হয়ে নিজেকে বাঁচান আপনার পরিবার কে বাঁচান।পরিবার বাচলো বাচবে দেশ।