চট্টগ্রামে ৫টি প্রবেশ মুখে চেকপোস্ট

চট্টগ্রাম বিভাগ জাতীয়

চট্টগ্রাম নগরীর ৫টি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশির পাশাপাশি অযাচিত যানবাহন চলাচল আটকে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জমায়েত ঠেকাতে বাড়ানো হয়েছে সেনা টহল।

মঙ্গলবার (০৭ মার্চ) ভোর না হতেই নগরীর প্রবেশ পথ হিসেবে পরিচিত পাহাড়তলী সিটি গেইট, শাহআমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড় এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয় পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় তারা বিভিন্ন জেলা থেকে আসা অপ্রয়োজনীয় যানবাহন শহরে প্রবেশ করতে না দিয়ে পুনরায় ফিরিয়ে দেয়।

সিএমপি উপ কমিশনার তারেক আহমেদ বলেন, যেসব গাড়ি ঢুকতে নিষেধ করা হয়েছে, সেগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি। যেন তারা একসাথে হতে না পারে।

শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে, নগরীতে মানুষ চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীর একাধিক টহল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দেয়ার মতো সামাজিক দায়িত্ব পালন করেছেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর টহল টিম টিম লিডার ক্যাপ্টেন ইরতিজা বলেন, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমাদের বের হওয়া মোটেও উচিত নয়।

পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেটদের ১০টিমও নগরীতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *