দুই নেতার ভালোবাসা দেখে অভিভূত জনগণ।

Uncategories

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিবেদক :

এই হলো দুই নেতার ভালোবাসা। পাশাপাশি বসে একই প্লেটে খাবার খেয়ে বুঝিয়ে দিলেন তাঁদের মাঝে ভালোবাসা কত গভীর।

গতবুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে জাইকা’র অর্থায়নে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুলিয়ারচর এর যৌথ উদ্যোগে নেট পেনে পোনা মাছ অবমুক্ত করে। এক আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে এক প্রীতি ভোজে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া একসাথে বসে একই প্লেটে খেয়ে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, বিশেষ অতিথি এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ,কে,এম,আমিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ সামাদুল ইসলাম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ মাহবুবুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু মোঃ শামসুদৌলা হারুন, কুলিয়ারচর এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আহাম্মদ আলী, উপ-সহকারী প্রকৌশলী এম.এ লায়েছ, জেলা ফিসারিজ সুপারভাইজার কে এম নাদিম হায়দার, উপজেলা বিষয় বস্তু বিশেষজ্ঞ মোঃ শফিকুর রহমান, মোঃ ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন ইলিয়াস, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ এমরানুর রহমার এমরান, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ৩নং ব্রহ্মপুত্র নদ নেট পেনে মাছ চাযী দলের সভাপতি শেখ মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সদস্য মোঃ জিল্লুর রহমান, মোঃ সবুজ মিয়া ও মোঃ আমান উল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নদে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

মাছ অবমুক্তকরণ শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ৩নং ব্রহ্মপুত্র নদ নেট পেনে মাছ চাযী দলের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা পরিচালনা করেন, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের কিশোরগঞ্জ জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আমজাদ হোসেন ভূইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.