আগামী দৃষ্টিপাত এর জন্য কবি আশরাফ কামালের লেখায় শিল্পি আপেল মাহমুদের ছোট ভাই ওস্তাদ পারভেজ রব এর সুরে গতকাল সন্ধায় মাই টিভি স্টুডিওতে এই
বাঙালি আমি গর্বিত আমি
বাঙলা অহংকার,
এই বাংলার তরে জীবন দিব
মরিব শতবার।।
বাঙালি আমি উড়াই দেখ
লাল সবুজ পতাকা,
বাংলায় আমার বুকের মাঝে
হাজার ছবি আঁকা।
বাঙালি আমি স্বপ্ন দেখি
বাংলা মায়ের কোলে,
বাংলায় আবার জেগে উঠি
বাংলায় চক্ষু মেলে।।
বাঙালি আমি হার মানিনা
বাংলার অপমানে,
বাংলায় আমি যুদ্ধ করি
বিজয় আনি ছিনে।
বাঙালি আমি বাংলায় লিখি
গান কবিতা ছড়া,
বাংলায় আমার বুকের মাঝে
হাজার আবেগ ভরা।
গানটি গাইলেন একাত্তোরের অগ্নি ঝরা ওবাংলাদেশের বিখ্যাত শিল্পী জনাব আপেল মাহমুদ।গানটিতে আঘাত দেশ প্রেমের সাথে যুক্ত হয়েছে সুর তাল ও শিল্পির কন্ঠের সুনিখুত কারিসমা।গানটি শুনোট হলে আপনাদের আগামী বিজয় দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে।কারন ঐ দিনই দৃষ্টিপাতের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হবে।