দিনাজপুর ভূমিহীন আন্দোলনের পক্ষে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলী অর্পন

বাংলাদেশ

মোঃ রবিউল ইসলাম, দিনাজপুরঃ আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর ভূমিহীন আন্দোলনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ তরিফুল ইসলাম (তপু), সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ সভাপতি মোঃ গোলাম কিবরিয়া (বাদল), সাংগঠনিক সম্পাদক মধু সুধন রায় চৌধুরী, সদস্য মোঃ আনিস রহমান ও মোঃ রবিউল ইসলাম সহ জেলা কমিটির সদস্য বৃন্দ। ২১শে ফেব্র“য়ারি বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য ১৯৫২ সালে রফিক, সালাম, বরকতরা শহীদ হয়েছিলেন। আর গর্বের এজন্য বলছি কারণ তাদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার।

শুধু তাই নয় ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলনের প্রতি সন্মান জানিয়ে ২১মে ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে। এরপর থেকে সারাবিশ্বে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে। বিশ্ববাসী জানবে বাংলাদেশ নামে একটি দেশের মানুষ ভাষার জন্য লড়াই করে প্রাণ দিয়েছে। বাংলাদেশের জাতি মাথা নত করতে শেখেনি তারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। যার বিনিময়ে আজ বাংলাদেশ অর্জন করেছে বাংলা ভাষার অধিকার। বাংলাদেশের ছড়িয়ে পড়া আন্দোলনের ইতিহাস এখন নতুন প্রজন্মকে জানতে হবে। আমাদের আরও জানতে হবে ইতিহাস সম্পর্কে। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী ও সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *