দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৪ মে বৃহস্পতিবার সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিসেবার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন-বিপিএম পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর প্রতিনিধি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগী, সাংবাদিকবৃন্দ ও মোবাইল ব্যাংকিং এজেন্টসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ভিডিও কনফারেন্স শেষে ৫ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত মোবাইল ব্যাংকিং-এর টাকা তুলে দেয়া হয়।