মোহাম্মদ নাসির হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
উল্লেখ্য মোঃ শাহিন নামের এক দালাল কানাডায় নিয়ে যাওয়ার নাম করে এক লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।
সে প্রথমে ওই লোকের সাথে পরিচয় হয়, পরে বিভিন্ন দেশে সে ভ্রমণ করে এবং ভ্রমণ ভিসা লাগিয়ে দে এইগুলা দেখায়, এবং কানাডায় তার অনেক আত্মীয় থাকে, সে এখানে অনেক লোক নিয়ে গেছে, বলে ভিকটিমকে না না রকমে বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে ব্রেনওয়াশ করে, এতে ভিকটিম রাজি হয়ে অবশেষে খপ্পরে পড়েন।
বিদেশ নিতে না পারায় তাকে বার বার চাপ দিতে থাকলে এক সময় টাকা ফিরত দেয়ার কথা উঠে, তাতে দালাল শাহিন টাকা দিতে রাজি হয়ে কৌশলে উধাও, এরপর তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছেনা এবং যেখানে অফিস করেছে সেইটাও এখন বন্ধ ও সে এখন কোথায় আছে সেইটাও জানা যাচ্ছে না কোনো ভাবেই, সব শেষ প্রতারককে কোন দিকে না পেয়ে টাকার চিন্তায় অসুস্থ হয়ে পরেছে ভিকটিম নিচে দেওয়া হলো তার ঠিকানা।
দৈনিক আজকের মেঘনায় দেয়া সাক্ষাৎ কারে এমনটিই জানিয়েছেন।
তিনি এখন ওই দালালের কঠিন শাস্তির দাবি জানিয়ে আরো বলেছেন এইরকম কাজ যেনো আর কারো সাথে না হয় এবং উপযুক্ত বিচার চাই টাকা ফিরত চাই।