লিটন সরকার বাদল,
৮ নভেম্বর দাউদকান্দি মডেল থানার এএসআই ওয়াহেদ লিটনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। মোড়া একসাথে কাজ করি স্মৃতিকে লালন করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,
প্রতিটি পুলিশ সদস্যের নিয়ম হচ্ছে এক থানা থেকে অন্য থানায় গিয়ে মানুষের সেবা নিশ্চিত করা, প্রতিটি মানুষ তার কর্মে বেঁচে থাকে। সাধারণ মানুষকে সেবার মাধ্যমে দেশের জন্য, দেশের উন্নয়নে কাজের জন্য পুলিশের ভূমিকা অপরিসীম।
পরে বিদায় অতিথিকে দাউদকান্দি অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুন-অর-রশিদ, এসআই গোলাম আযম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এস আই মোঃ গোলাম কিবরিয়া, এএসআই মোঃ আমির হোসেন, এএসআই বাবু প্রদীপ দাসসহ আরো অনেকে।