শীত যায় যায়। আভাস পাওয়া যাচ্ছে ঋতুরাজ বসন্তের। শীতের সাথে পাল্লা দিয়ে ঘনিয়ে আসছে পৌরসভার ভোট যুদ্ধের মাহেন্দ্রক্ষণ ১৪ ফেব্রুয়ারি। শেষ সময়ে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে দিন-রাত ক্লান্তিহীন প্রচারণায় ব্যস্ত নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা(স্বতন্ত্র)। মেয়র প্রার্থীদের নিয়ে আকর্ষণীয় হেডলাইনে রোজ খবরের খোরাক জুগিয়ে প্রার্থীদের উৎসাহ জাগাচ্ছেন স্থানীয় ইলেকট্রিক্স ও প্রিন্ট সাংবাদিকরা। গণমাধ্যম ও মিডিয়া পাড়ায় প্রচারের পাশাপাশি প্রার্থীদের কর্মী-সমর্থকরাও সমান তালে অভিরাম প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কমন প্রচারণার অংশ হিসেবে পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় সারিসারি সাটানো পোষ্টার ঝুলছে বাতাসে।আছে ব্যানার ফেস্টুন, চলছে হরদমে মাইকিংসহ কোরাসের মাধ্যমে অভিনব প্রচারণা। স্থানীয়রা বলছে প্রচারেই প্রসার। স্থানীয়দের মতে, ভোটের মাঠে নবাগত মেয়র প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা নির্বাচনের মাঠে ভালো উত্তাপ ছড়াচ্ছেন।দিনদিন তার জনপ্রিয়তাও বাড়ছে। সে পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকলে তিনি চমক সৃষ্টি করতে পারেন বলে এখানকার সাধারণ ভোটারদের ধারণা।