দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের কাজ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে জনসাধারন। বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান গৌরীপুর সড়কে ড্রেনসহ আরসিসি সড়কের বাস্তবায়নের কাজের শুভ উদ্ধোধন করেন । এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও হাসান বিল্ডার্স লিমিডেটের কর্মকর্তারা। জানা যায়, দীর্ঘদিন সড়কটির বেহাল দশার কারনে যানবাহন চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক ও যাত্রী সাধারণ। এমন অবস্থা চলতে থাকে দীর্ঘদিন। গৌরীপুর বাজার সকলের কাছে মিনি সিটি খ্যাত নামে পরিচিত । বাংলাদেশের সকল জেলার কাছে এর রয়েছে বেশ গুরুত্ব। গৌরীপুর বাজারকে বলা হয় ঢাকার বিকল্প বাজার । শিল্প, বানিজ্য এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে দাউদকান্দি উপজেলা ছাড়াও আশপাশ উপজেলার লোকজন এই বাজারের উপর নির্ভরশীল হওয়ায় বহু সময় ধরে প্রতিদিনই বাজারে লোক সমাগম বাড়ছে । বড় বড় প্রাইভেট ব্যাংকগুলোর শাখা, দেশের স্বমাধন্য কোম্পানীর ডিলার এই বাজারে । ক্রেতা ও বিক্রেতাদের ভীড় দেখে মনে হয় এই গৌরীপুর বাজারটি যেন উৎসবের বাজার।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার বলেন, আন্তরিক প্রচেষ্টায় সকল জটিলতার অবসান ঘটিয়ে বাজারের সড়কের কাজ শুরু হওয়ায় সকলের মাঝে স্বস্থি ফিরে এসেছে। ‘আশা করি খুব দ্রুততার সাথে সড়কের কাজ শেষ হবে। হাসান বিল্ডার্স লিমিডেটের এর পদস্ত কর্মকর্তারা জানান আজ থেকে পুরোদমে আমরা কাজ শুরু করছি। সামনে ঝড়-বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে আমরা দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করব। কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল ( অব.) মো: সুবিদ আলী ভূঁইয়া গৌরীপুর বাজার ও সড়কের বিষয়টি গুরুত্বসহকারে জাতীয় সংসদে তুলে ধরেন । ফলে গৌরীপুর সড়কের কাজ এর বাজেট প্রকাশ করা হয়। ১২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার জিয়ারকান্দি ব্রীজ এবং তিতাসের বাতাকান্দি অংশে রাস্তার কাজ করা হবে বলে জানা যায়।