দাউদকান্দিতে ৯ জন করোনা পজেটিভ রোগীদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে করোনা জয়ী ৬ জনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৪ মে বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা ও প্রতিজনকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা যুদ্ধে করোনা জয়ীদের উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন। করোনায় ছয়জনকে সুস্থতা সনদ দেওয়া পরে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া হয়। এছাড়াও স্বাস্থ্যকর্মী শক্তি সরকার ও শাওন সিকদার এবং দাউদকান্দি মডেল থানার এএসআই মো: লিটন ও এএসআই প্রদীপ সাহা রোগীদের হোম কোয়ারেন্টান নিশ্চিত করায় উপহার সামগ্রী প্রদান করা হয়।