লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সা’দ অনুসারীদের গৌরীপুর পেন্নাই ঈশাখা পাম্প সংলগ্নে চলতি মাসের ২৭ ,২৮ ও২৯ তারিখ পযর্ন্ত নির্ধারিত ইজতেমা হওয়ার কথা ছিল। সাদবিরোধীদের আন্দোলনের তোপের মূখে অবশেষে ইজতেমা বন্ধ ঘোষণা করা হয়েছে । ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ২৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী সা’দ বিরোধীরা ইজতেমা বন্ধের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও দাউদকান্দি পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিবাদ সভা করেন । প্রশাসনের তৎপরতার ফলে বিক্ষোভ মিছিলে কোন প্রকার বিশৃঙ্খলা হয়নি। প্রতিবাদ সভাস্থল দাউদকান্দি পৌর ঈদগাহ মাঠ এবং পেন্নাই ইজতেমা মাঠ ছিলো কঠোর নজরদারিতে। মোতায়েন ছিলো বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে ইজতেমা বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে দিল্লির মারকাজ ও দেওবন্দ মাদ্রাসার মধ্যে দ্বন্দ্ব এবং মাওলানা সাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশে তাবলিগ জামাতের মধ্যে তৈরি হয় বিভক্তি।