১৯ এপ্রিল ২০২০ ,দাউদকান্দি উপজেলায় স্বামীর পর স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার পাচঁগাছিয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামের এক গামেন্টস কর্মী নারায়নগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফেরত আসে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার ওই ব্যক্তি করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরে উপজেলা প্রশাসন ওই বাড়ির ২৫ টি পরিবার লকডাউন ঘোষণা করেন। পরবর্তিতে আক্রান্ত ব্যক্তির স্ত্রীসহ পরিবারের সকল সদস্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়। ১৯ এপ্রিল রবিবার তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে দাউদকান্দিতে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।