
দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,৮ মে ১৯ ইং বুধবার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপন এর ৬ ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিবসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ রকিবুল সরকার।
দোয়া ও ইফতার মাহফিলে দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ উল্ল্যাহ অকাল মৃত্যু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন রাজনের ২ য় মৃত্যু বার্ষিক ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপনের জন্যে দোয়া করা হয়।