বৃহস্পতিবার বিকালে, দাউদকান্দি পৌর বাজারের চেয়ারম্যান মার্কেটের পাশে একটি ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নাজমা নামের এক মহিলা মাদক ব্যাবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে। দাউদকান্দি মডেল থানা’র অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা মাদক ব্যাবসায়ী নাজমা বেগমের বসতঘর তল্লাশী চালিয়ে ১১২ পিছ ইয়াবা, ২ পিছ ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা বেগম (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার, দাউদকান্দি থানার পৌর বাজারের বাসিন্দা মোঃ জাকির মিয়ার স্ত্রী নাজমা বেগম। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পর, আসামীকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।