লিটন সরকার বাদল,দাউদকান্দি,কুমিল্লা |
২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মোঃ রনি মিয়াকে ৪৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম, এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিআরটিসি বাস কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী রনিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সবজি কান্দি গ্রামের মোহাম্মদ কবির ড্রাইভার এর পুত্র মোঃ রনি মিয়া (২৮) তার নামে দাউদকান্দিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আসামিকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।