স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,দাউদকান্দি কুমিল্লা ।
উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন বাজারখোলায় ফ্যামেলি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা দিতে মেডিকেল ক্যাম্পের ১ দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মা ও শিশু, গাইনী সহ সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এদের মধ্যে ৫ শতাধিক জন মেডিসিন, শিশু, গাইনী সহ বিভিন্ন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে য়ারা চিকিৎসা প্রদান করেন, ডা: মো. আবু জাহিদ, এম,বি.বি.এস, এফ.সি.পি.এস (শিশু মেডিসিন) শেষ পর্ব, বিএমডিসি রেজি নং ৬৯৬৯৪ ও ডা: বকুল রানী, এম,বি.বি.এস, এফ.সি.পি.এস (পার্ট-১), এম.ফিল (এনোটমি), স্যার সলিমুল্লাহ এন্ড মিডফোর্ট হাসপাতাল। বিএমডিসি রেজি নং ৬০২৫৩
জানা গেছে, ফ্যামেলি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। হাসপাতাল কর্তৃপ¶ সুলভ মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকে। মানবতার কল্যাণে কিছু করার তাগিদ থেকেই তারা এই ক্যাম্প পরিচালনা করে চলেছেন।