শাহাবুদ্দিন আহমেদ,দাউদকান্দিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ালী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সব সদস্য। শুক্রবার বেলা ১১ টায় দাউদকান্দি পৌরসভার পুরনো ফেরিঘাটে দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ালী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, লিয়াকত আলী, মিন্টু মোল্লা, বাসু, কামাল হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা।