কুমিল্লার দাউদকান্দিতে নতুন করে আরো দুই জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত দুই জনই মহিলা। একজনের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই বাসষ্ট্যান্ডে এবং অপর জনের বাড়ি পাচঁগাছিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামে। তথ্যটি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীনূর আলম সুমন। ১৪ মে বৃহস্পতিবার পেন্নাই ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর। আক্রান্ত পেন্নাই গ্রামের মহিলা কয়েক দিন পূর্বে ঢাকায় চিকিৎসাসেবা নিতে গিয়েছিলেন এবং তুলাতলি গ্রামের মহিলা ঢাকা নর্দ্দা থেকে ৯ মে গ্রামের বাড়িতে আসেন। এনিয়ে দাউদকান্দিতে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়। এরমধ্যে ৬ জন সুস্থ হয়েছেন।