দাউদকান্দিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত।

দাউদকান্দি উপজেলা

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

১৫ আগস্ট, ২০২০ শনিবার দাউদকান্দি উপজেলা প্রশাসন , দাউদকান্দি মডেল থানা , দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে
দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, দাউদকান্দি -মেঘনা আসনের সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া।

মোঃ সুবিদ আলী ভূইয়া বলেন,১৫ আগস্ট ১৯৭৫ থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে অনাচারের ইতিহাস রচিত হতে থাকে।

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা(উত্তর) জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, দাউদকান্দিেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সোহেল রানা, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রাকিব উদ্দিন রকিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাম্মৎ জেবুন নেছা জেবুনসহ নেত্রীবৃন্দ।

অপরদিকে দাউদকান্দি উপজেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া এমপি, এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ।

দাউদকান্দি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাসেল স্কয়ারের সামনে ও দাউদকান্দি পৌরসভা কার্যালয়ের অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *