১ এপ্রিল ২০২০ বুধবার, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম সামাদ সরকারের সুযোগ্য পুত্র দানবীর মরহুম ইউসুফ জামিন বাবু’র সুযোগ্য সন্তান দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন ও তার ছোট ভাই নাইম ইউসুফ রেইন পৌরসভার প্রতিটি বাড়ির ঘরে ঘরে গিয়ে করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি দুঃস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
দাউদকান্দি পৌরসভার হাসানপুর, বাড়াগাও, তুজারভাঙা, সাহাপাড়া, দাউদকান্দি বাজারসহ প্রায় কয়েক শতাধিত কর্মহীন মানুষদের মাঝে চাল ডাল, অালু, পেঁয়াজ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, এই মুহুর্তে জাতি এক কঠিন সংকটময় অবস্থায় আছে। করোনার প্রভাবে দিনমুজুর ও শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পরেছে।
সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ান। মানবিক ভাবনায় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে এই সুন্দর দেশটা আরো সুন্দর হবে। আসুন আমরা আমাদের যাকিছু আছে তা নিয়েই কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই।