২০ এপ্রিল ২০২০ সোমবার দুপুরে, দাউদকান্দি উপজেলার গোমতি নদীতে নৌপথে লকডাউন এর পরিস্থিতি পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা সহকারী সিনিয়র পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এএসপি সালাম চৌধুরী।
তিনি গোমতী নদীর বিভিন্ন মোহনা ও নৌকাঘাট পর্যবেক্ষণ করেন।
যেসব লোক অপ্রয়োজনে নৌকা পারাপার হয়ে বাজার ঘাটে অবস্থান করবে সেসব নৌকা জব্দ করার জন্য দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে
এএসআই আমির হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে সার্বক্ষণিক টহলে অবস্থান করেন।
গোমতি নদীতে অপ্রয়োজনে ইঞ্জিনচালিত নৌকায় করে লোকজনের যাতায়াত ঠেকাতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার সদর উত্তর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত অফিসার এএসআই মো. আমির হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মো. আল-আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম বাবুসহ আরও অনেক