দাউদকান্দিতে কৃষকদের বিনামূল্যে পেঁয়াজের বীজ ও রিক্সা বিতরণ।

বাংলাদেশ দাউদকান্দি উপজেলা

 

লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলায় পেঁয়াজের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

২০ নভেম্বর বুধবার, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফ আলী, উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান ।

এরপর জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি গ্রাম একজন ইলেকট্রিশিয়ান বিষয়ক প্রশিক্ষনে শুভ উদ্বোধক হিসেবে অংশ গ্রহণ করেন। একই সময় তিনি ভূমিহীনদের মাঝে খতিয়ান বিতরণ করেন। উপজেলার জিংলাতলী ইউনিয়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শেষে জিংলাতলী ব্রীজ হইতে নমরুসুদকান্দি পযর্ন্ত সুবেদার মো: ইদ্রিস সড়ক শুভ উদ্ধোধন করেন।

সর্বশেষ ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির আওতায় হত দরিদ্রদের মাঝে প্রধান অতিথি থেকে রিক্সা বিতরণ করেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন,দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, কামরুল হাসান বাকি,মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা আক্তার মেম্বার।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান মামুনুর রশিদ ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের মধ্যে ১০ টা কেজি করে চাউল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *